স্লো কম্পিউটার দ্রুত করে ফেলুন নিমিষেই

আস্সালামুআলাইকুম, কেমন আছেন সবাই ? 
সবাইকে ঈদ-উল-আযহা এর সুভেচ্ছা। ঈদ মোবারক।😊

কাজের কথায় আসা যাক, আপনার ডেস্কটপ  কম্পিউটার বা ল্যাপটপ কনফিগারেশন এর তুলনায় খুব খারাপ পারফরমেন্স পাচ্ছেন এবং এর কারণ কিছুতেই আপনার মাথায় ঢুকছেনা তাই না !!!

অথবা অনেকের বাসায় আগের পিসি পড়ে আছে অফিসিয়াল কাজ বা টুকিটাকি ব্রাউজার ও করতে পারছেন না বলে High Level এর পিসি কিনবেন তাহলে একটু পুরো পোষ্ট পরুন ধর্য্য
 ধরে।

আপনি ভাবছেন কি ব্যাপার! আমার Core I3 , I5,I7 3gen.6gen..8 gen..তবুও এত্তো এত্তো স্লো কেনো তাইনা??

খোজ নিয়ে দেখলেন আপনার বন্ধুর মান্দাতার আমলের Dual core তবুও তার কম্পিউটার আপনার টা থেকে অনেক তাড়াতাড়ি লোড হয়, খুব তাড়াতাড়ি কম্পিউটার চালু হয়, সব কিছুই দ্রুত আপনার থেকে যা কাল্পনিক এর মতো লাগে।

আসলে আমরা অনেকেই কিছু টাকা বাচাতে যায়ে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বাদ দিয়ে থাকি বা না জানার কারণে বাদ দিয়ে থাকি , এর পিছনে মূল রহস্য হচ্ছে আপনার Hard Disk Drive. আপনি যতোই কনফিগারের পিসি বা ল্যাপটপ কিনেন না কেনো সাথে যদি HDD (Hard Disk Drive) লাগান তাহলে কচ্ছপ এর মতোই চলবে।

তাহলে কিভাবে দ্রুত করবেন তাই ভাবছেন তো? 
 
আপনার পিসিতে একটা Solid State Drive (SSD) লাগান তাহলে দেখবেন জাদু। Solid State Drive (SSD) এই  ড্রাইভ টি উন্নত প্রযুক্তিতে বানানো...Solid State Drive (SSD) আর HDD (Hard Disk Drive) কি আর এর ভিতর পার্থক্য কি তা আমি অন্য কোনোদিন লিখব। 

Some Sample of SSD 



আপনার পিসিতে আজই একটা SSD লাগান , ভাবছেন দাম কেমন ! 

হ্যা দাম HDD (Hard Disk Drive) এর তুলনায় অনেক বেশি, 1TB HDD 2500 TK সেইখানে 120 GB SSD 2300-2400 TK.আপনি  120 GB SSD কিনে শুধু উইন্ডোজ দিবেন আর স্টোরেজ এর জন্য HDD ব্যবহার করবেন। 

আশা করি আপনার অনেক কাজে লাগবে পোষ্টটি।
 কোনো ত্রুটি থাকলে মাফ করবেন।😊😊😊😊
ধন্যবাদ

সবাইকে আবারো ঈদ মোবারক

মন্তব্যসমূহ

  1. সাকির রিফাত তামিম৩১ জুলাই, ২০২০ এ ১০:৩৭ PM

    কোথায় কিনতে পাওয়া যায়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে কোনো কম্পিউটারের দোকানে পাওয়া যাবে। মানে যেখানে কম্পিউটারের যাবতিয় সব বিক্রি করা হয়।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা বোর্ডের নোটেশনের মৌলিক ধারণা