দাবা বোর্ডের নোটেশনের মৌলিক ধারণা

নোটেশন কী? (What is chess board notation?) - দাবা বোর্ডের নোটেশনের মৌলিক ধারণা

 

WikiPedia তে দাবা বোর্ডের নোটেশনের(Chess board notation) সুন্দর সংজ্ঞা দেয়া রয়েছে Chess Notation 

Algebraic notation (or AN) is a method for recording and describing the moves in a game of chess. It is based on a system of coordinates to uniquely identify each square on the chessboard. It is now standard among all chess organizations and most books, magazines, and newspapers. In English-speaking countries, the parallel method of descriptive notation was generally used in chess publications until about 1980. Some older players still use descriptive notation, but it is no longer recognized by FIDE
           from Wikipedia
 
নোটেশন অর্থ হলো কিছু প্রতীক যা দিয়ে দাবা খেলার গুটির চাল বুঝানো হয়ে থাকে। তো সহজেই শিখে ফেলুন দাবা বোর্ডের নোটেশন কী? এটি শেখার মাধ্যমে আপনি এর মৌলিক ধারণা পেয়ে যাবেন।
 
তার আগে বোর্ডের স্থানাঙ্ক সম্পর্কে জেনে নেয়া যাক। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন,
chess board notation
(বি:দ্র: এই ছবিটি Dummies.com থেকে সংগৃহীত)
 

ফাইল (File)

 
এখানে খাড়া লম্বা যে লাইনগুলো রয়েছে এগুলো হচ্ছে দাবা খেলার ফাইল (অন্যকথায় কলাম)। এগুলোকে ছবিতে a,b, … , g,h দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মোট আটটি ফাইল রয়েছৈ।
 

র‍্যাংক (Rank)

আর শুয়ানো যে লাইনগুলো রয়েছে, সেগুলো হলো র‍্যাঙ্ক। এগুলোকে নিচের দিক(সাদা গুটির দিককেই সবসময় নিচের দিক ধরতে হবে) হতে শুরু করে 1,2,...,7,8 দ্বারা চিহ্নিত করা হয়েছে। 
 
অর্থাৎ মোট আটটি র‍্যাঙ্ক রয়েছে। দাবা বোর্ডে মোট ৮*৮=৬৪ টি ঘর আছে। এই ঘরগুলোকে প্রকাশ করা হয় প্রথমে এর ফাইল ও তারপর র‍্যাংক দিয়ে(মাঝখানে কোন স্পেস ছাড়া)। যেমন: সবার উপরে বামদিকের ঘরের ফাইল হলো a আর র‍্যাংক হলো 8। তাই এই ঘরের নোটেশন হবে a8। 
 
ছবিতে প্রত্যেকটি ঘরের নোটেশন লেখা রয়েছে।
 
বোর্ডের নোটেশন তো জানা হল। এবার আমাদের গুটির নোটেশন সম্পর্কে জানতে হবে। দাবায় আপনি নিশ্চয় জানেন যে মোট ৬ টি গুটি রয়েছে। এগুলো হলো(সৈন্য, নৌকা, ঘোড়া, হাতি, রাজা এবং রাণী বা মণ্ত্রী)। এগুলোর ইংরেজি নাম ও সেই অণুসারে নোটেশনগুলো হলো:
  • সৈন্য - (Pawn) - কোন নোটেশন নেই
  • নৌকা - (Rook) - প্রথম অক্ষর অণুসারে R
  • ঘোড়া - (Knight) - দ্বিতীয় অক্ষর অণুসারে N (যেহেতু প্রথম অক্ষর রাজার জন্য বরাদ্দ)
  • হাতি - (Bishop) - প্রথম অক্ষর অণুসারে B
  • রাজা - (King) - প্রথম অক্ষর অণুসারে K
  • রাণী - (Queen) - প্রথম অক্ষর অণুসারে Q
এখন চাল এর জন্য নোটেশন কিভাবে লিখতে হয় তা শিখতে হবে। এর জন্য নিচের ধাপগুলো অণুসরণ করতে হবে  -
  1. প্রথমে যেই গুটি চালা হবে তার নোটেশন লিখতে হবে।
  2. গুটি যদি কোন গুটিকে খায় তাহলে x লিখতে হবে। না খেলে কিছু লেখার প্রয়োজন নেই।
  3. গুটি যে ঘরে চালা হবে সে ঘরের নোটেশন লিখতে হবে।
  4. চাল যদি চেকের কারণ হয় তাহলে (+) চিহ্ন লিখতে হবে আর যদি চেকমেটের কারণ হয় তাহলে (#) চিহ্ন লিখতে হবে। যদি চেক বা চেকমেট কিছু না হয়, তাহলে কোন কিছু লেখার প্রয়োজন নেই।
[এই সব লেখার মাঝে কোন স্পেস দেয়া যাবে না]
এবার কিছু উদাহরণ দেখা যাক। 
 

সাধারণ উদাহরণ ১

নিচের ছবির চালটি লক্ষ্য করুন।
chess board notation
 
এখানে e2 ঘর হতে একটি সৈন্য e4 ঘরে গিয়েছে। উপরের চারটি ধাপ অনুযায়ী প্রথম ধাপে বলেছি যে গুটি চালতে হবে তার নোটেশন। এইখানে গুটি হলো সৈন্য তাই এর নোটেশন নেই। 
 
এরপর গুটি যদি কোন গুটি খায় তাহলে x দিতে হবে। এখানে সাদা সৈন্যটি e4 ঘরে গিয়েছে আর এই ঘরে কোন কালো গুটি ছিল না। 
 
কাজেই সাদা গুটি কোন কালো গুটি খায়নি। 
 
সুতরাং আমাদের x লেখার কোন প্রয়োজন নেই। 
 
এরপর আমাদের গুটি কোন ঘরে চালা হয়েছে তার নোটেশন লিখতে হবে। 
 
গুটি চালা হয়েছে e4 ঘরে। কাজেই এই ঘরের নোটেশন লিখলে হয় e4। 
 
শেষ ধাপে চেক বা চেকমেটের জন্য যথাক্রমে + কিংবা # দিতে হবে। 
 
গুটিটি e4 চালার ফলে রাজার চেকও হয়নি এবং চেকমেটও হয়নি। 
 
কাজেই এগুলো লিখতে হবে না। তাহলে এই চালের ফাইনাল নোটেশন: e4
 

সাধারণ উদাহরণ ২

নিচের ছবির চালটি লক্ষ্য করুন,
chess board notation
 
এখানে c3 ঘর হতে একটি হাতি আমরা f4 ঘরে চেলেছি। 
 
প্রথম ধাপ অনুযায়ী যে গুটি চালা হয়েছে তার নোটেশন লিখতে হবে।
 
 এটি হলো হাতি যার নোটেশন B। 
 
এরপর গুটিটি কোন গুটিকে খেয়েছে কিনা তা দেখতে হবে। 
 
না কোন গুটিকে খায়নি। তাহলে পরের ধাপে কোন ঘরে গেল সেটি লিখতে হবে। 
 
গুটিটি f4 ঘরে গিয়েছে লিখলাম। 
 
এখানেও কোন চেক বা চেকমেট হয়নি। 
 
সুতরাং সবমিলে চালটির নোটেশন: Bf4
 

খাওয়ার উদাহরণ ১

এবার নিচের চিত্রটি লক্ষ্য করুন,
chess board notation
এবার বিস্তারিত আলোচনা না করে ধাপগুলো লিখে দিচ্ছি। আশাকরি বুঝতে সমস্যা হবে না।
ধাপ:
  1. B
  2. x হবে। কারণ হাতিটি রাণীকে খেয়েছে।
  3. b5
  4. +/# কিছু হবে না। যেহেতু চেক হয়নি।
তাহলে সব মিলে এই চালের নোটেশন: Bxb5
 

চেকের উদাহরণ:

নিচের ছবি লক্ষ্য করুন,
chess board notation
ধাপ: -
  1. B
  2. x হবে না। কোন গুটি খায়নি
  3. b5
  4. + হবে রাজা চেক হয়েছে তাই
সব মিলে এই চালের নোটেশন: Bb5+
 

চেকমেটের উদাহরণ

নিচের ছবিটি দেখুন,
chess board notation
ধাপ: -
  1. Q রাণীর নোটেশন
  2. x গুটি খেয়েছে তাই
  3. f7
  4. # চেকমেট হয়েছে তাই
সবমিলে এই চালের নোটেশন: Qxf7#
 
আপনি দাবা খেলার নোটেশন শিখে ফেলেছেন। তবু একটা সমস্যা রয়ে গিয়েছে। সমস্যায় না পড়তে হলে পরের অংশটুকু পড়ে ফেলুন।
 

একটি সমস্যা ও তার সমাধান

নিচের ছবিটি দেখুন,
chess board notation
এখানে f3 থেকে আমরা d4 এ একটি ঘোড়া চেলেছি। 
 
এর জন্য নোটেশন আপনি যেমনটা ভেবেছেন, Nd4 হওয়া উচিৎ। 
 
কিন্তু এক মিনিট! আরেকটা ঘোড়াও তো এখানে চালা যেত। 
 
তখন নোটেশন কী হত? এইবারও কি নোটেশন Nd4 হবে। 
 
তাহলে কেউ যদি আপনাকে এই নোটেশনের কথা বলে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কোন ঘোড়াটি চালতে হবে। এই উত্তর টা আসলে খুব সোজা। 
 
যদি দুটো ঘোড়া একই ফাইলে না থাকে তাহলে সেই ঘোড়াটির ফাইল প্রথম ধাপে উল্লেখ করে দিতে হবে। 
 
তবে যদি একই ফাইলে থাকে তবে ফাইলের জায়গায় শুধু র‍্যাংক উল্লেখ করে দিলেই চলত। তাহলে এই চালের,
 
ধাপ:-
  1. Nf (যেহেতু ঘোড়াটি f ফাইলে আছে)
  2. x হবে না। কোন গুটি খায়নি
  3. d4
  4. চেক বা চেকমেট কিছু হয়নি
তাহলে সব মিলিয়ে এই চালের নোটেশন: Nfd4 (যদি অন্য ঘোড়া চালা হত তাহলে Nbd4 হত)
 
আজকের মত এখানেই শেষ। প্রধান পাতায় গিয়ে আরো শিখুন। 
 
আপনি চেস ডট কম (https://www.chess.com)  দাবা খেললে সেখানে দাবার নোটেশনগুলো লাইভ দেখতে পাবেন।

মন্তব্যসমূহ

  1. আপনাদের কারোর কোন প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করে জানান। আমি উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা খেলায় প্রতিরক্ষার নিয়ম, এটা জানলে আপনার রেটিং ৫০০ ছাড়াবে নিশ্চিত।