খুব সহজেই বাংলা লিখুন নিখুঁত ভাবে

আস্সালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন।


আমরা বাঙালি তাই আমাদের বাংলায় লেখা একটা স্বাভাবিক বেপার।  কিন্তু আমাদের  কম্পিউটার বা মোবাইল এ  অনেক সময় বাংলা লেখার জন্য সফটওয়্যার প্রস্তুত  থাকেনা। 


অথবা তাৎক্ষণিক ছোট একটা কাজ এর জন্য ২-৪ লাইন লেখার খুব দরকার হয় কিন্তু এমন হয় ওই সময় মেগাবাইট কম থাকে সফটওয়্যার গুলো ডাউনলোড দেয়ার  জন্য এবং সময় সাপেক্ষের ও বেপার। 



তাই আপনাদের মাঝে এখন আমি একটা  ওয়েবসাইট এর লিংক শেয়ার করবো যার মাদ্ধমে খুব সহজেই আপনি বাংলা লিখে যেতে পারবেন যা কপি পেস্ট করে আপনার কাজ সম্পাদন করতে পারবেন।  


https://www.easybengalityping.com


শুধু তাই নয় , এই ওয়েবসাইট এ খুব সহজেই নির্ভুল ভাবে লিখতে পারবেন।  শুধু ইংলিশ এ লেখবেন বাংলা স্বয়ংক্রিয় ভাবে লেখা আসবে। 

এই পোস্টটি ও ওই ওয়েবসাইট এর মাদ্ধমে লেখা। 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা বোর্ডের নোটেশনের মৌলিক ধারণা