পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

১৪ টি চমৎকার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যা ২০২০ সালে আপনার অবশ্যই জানা দরকার

ছবি
১৪ টি চমৎকার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যা ২০২০ আপনার অবশ্যই জানা দরকার আমরা অনেকেই ওয়েসাইট ডেভেলপমেন্ট করে থাকি। যারা কমবেশি ওয়েবসাইট করেছি তারা জানি যে এইচ টি এম এল মার্কাপ ল্যাংগুয়েজের পাশাপাশি ওয়েবের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট। বিভিন্ন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির সাহায্যে আমাদের সময় অনেক বাঁচানো যায়। তাই গাড়ি বানাতে হলে চাকা বানানোর থেকে কেনা যেমন ভালো, তেমনি সময় বাচানোর জন্য এসকল জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ব্যবহার করাও তেমনি ভালো। তবে এই লাইব্রেরিগুলো চাকার মত টাকা দিয়ে কেনা লাগবে না। এগুলোর সব ফ্রি। তো এককথায় এসব লাইব্রেরিগুলো যে সুবিধা দিচ্ছে: সময় বাচাচ্ছে। কোড সুন্দর ও পরিষ্কার করছে। কোড ছোট করছে। আপনাকে সহজেই বড় বড় অ্যপ তৈরি করার সুযোগ দিচ্ছে। তো কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক এই লাইব্রেরিগুলোর কথা আলোচনা। #১ ReactJS (রিঅ্যাক্ট জেএস) লিংক:  https://reactjs.org/ ReactJS হলো ফেসবুকের তৈরি ইউজার ইন্টারফেস তৈরি করার প্রক্রিয়া সহজ করার জন্য জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এটার সাহায্যে খুব সহজেই ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস তৈরি করা যায়। এছাড়া কম্পোনেন্ট ভিত্তিক হওয়ায় বার বার ব্যবহা