প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডোর ব্যবহার

একটা জিনিস না জানলেও চলত। তবে জানলে সুবিধা রয়েছে। আমরা যে প্রোজেক্ট তৈরি করেছি তাতে একটি ফর্ম রয়েছে। একাধিক ফর্মও একটি প্রোজেক্টে থাকতে পারে। (আপাতত আমাদের একাধিক ফর্মের বিষয় মাথা না ঘামালেই চলবে) । একটি প্রোজেক্টে কী কী ফর্ম আছে তা আমরা প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডোর সাহায্যে দেখতে পারি। প্রোজেক্ট এক্সপ্লোরার উইন্ডো সাধারণত প্রোপার্টিজ উইন্ডোর উপরে থাকে। এর ছবি নিচের মত,




এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোজেক্ট এর নাম(Project1) এবং এর অধীনে কী কী ফর্ম রয়েছে। আমাদের এখানে একটাই ফর্ম রয়েছে আর সেটি হলো Form1। যখন প্রোজেক্ট সেভ করা হয় তখন প্রোজেক্ট ফাইল সেভ করতে হয়, যার এক্সটেনশন হলো *.vbp। অর্থাৎ আমাদের প্রোজেক্ট ফাইলের নাম হবে Project1.vbp। এখন শুধু প্রোজেক্ট সেভ করার সময় প্রত্যেকটি ফর্মও আলাদা আলাদা করে সেভ হবে। তবে আপনি ফর্ম এর নাম পরিবর্তন করবেন কিনা তা জিজ্ঞাসা করবে। ফর্ম এর ফাইল এক্সটেনশন *.frm অর্থাৎ আমরা যদি আমাদের ফর্ম এর নাম পরিবর্তন না করতে চাই তখন তা Form1.frm নামে সেভ হবে। এগুলো তো খুব সাধারণ ব্যপার। এগুলো নিয়ে পোস্ট লেখার কোন দরকার ছিল না, তাই না? তাহলে লিখলাম কেন? কিছু বিষয় সতর্ক করার জন্য। এগুলো হলো:-

  • প্রোজেক্ট ওপেন করার সময় vbp ফাইল ওপেন করতে হবে। ফর্ম এমনিই ওপেন হবে
  • একই ফোল্ডারে একাধিক প্রোজেক্ট সেভ করা উচিত নয়। এতে যদি দুইটি প্রোজেক্টে এক নামের ফর্ম থাকে তাহলে কী ঝামেলা হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন।
লেভেল আপ ! !! !!!
ক্লাস থ্রিতে উঠলেন।

এখন সূচিতে গিয়ে পরের টিউটোরিয়াল কমপ্লিট করুন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা খেলায় প্রতিরক্ষার নিয়ম, এটা জানলে আপনার রেটিং ৫০০ ছাড়াবে নিশ্চিত।