ভিজুয়াল বেসিক ৬ ইনস্টল করা

ভিজুয়াল বেসিক ৬ মাইক্রোসফট আনেক বছর আগে থেকেই এর বিক্রি বন্ধ করে দিয়েছে। তাই এটি এখন আর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পাওয়া যায় না। তবে এর সিডি/ডিভিডি এখনো পাওয়া যায়। এর সিডি কিনতে পারেন। অথবা আন্যান্য ওয়েবসাইট ঘাটাঘাটি করে এটি ডাউনলোড করতে পারেন। এর সাইজ প্রায় ৬০০-৭০০ এম বি(যতটুকু মনে আছে)। তবে সুখবর এই যে, এর একটি ভার্সন কিছু স্বেচ্ছাসেবক প্রোগ্রামার তৈরি করেছে যার সাইজ মাত্র ৬ এম বি। এর নাম ভিজুয়াল বেসিক ৬ পোর্টেবল। এখান হতে ডাউনলোড করুন,

ডাউনলোড লিঙ্ক: যেকোন একটি লিঙ্ক দিয়ে চেষ্টা করুন:
[বি. দ্র: যারা উইন্ডোজ ১০/৮ ব্যবহার করছেন তাদের খুব সম্ভাবনা রয়েছে যে ভিজুয়াল বেসিক ৬ চলবে না। তাই কষ্ট করে হলেও উইন্ডোজ ৭/ভিস্তা/এক্স পি/৯৮/৯৫ ইত্যাদি ব্যবহার করুন]
 
এখন ডাউনলোড করার পর যেকোন একটি ফোল্ডারে জিপ ফাইলটি আনজিপ করে ফেলুন। আমি একটা ফোল্ডারে আনজিপ করার পর এর ভিতরে ঢুকলাম। এরপর নিচের মত চিত্র দেখতে পাওয়া যাবে,


এখন ডাবল ক্লিক করে এই ফোল্ডারের ভিতরে ঢুকুন,



এখানে Visual Basic 6 Portable.exe ই হলো আমাদের ভিজুয়াল বেসিক। তবে প্রথমবার চালানোর সময় কিছু সেটাপ করে নিতে হয়। আমরা এখনই সেটি করে রাখব। ডাবল ক্লিক করে চালু করুন। নিচের চিত্রের মত দেখা যাবে,









এবার প্রথমবারের মত Reg Key (allows .Exe creation) এ ক্লিক করুন(নিচের চিত্র)। এটা শুধু প্রথমবারের জন্যই। আর কোনদিন করা লাগবে না। এরপর Yes ও তারপর OK বাটনে ক্লিক করুণ। ব্যস এখন কেটে দিতে পারেন অথবা Run Visual Basic 6 এ ক্লিক করে চালিয়ে দেখতে পারেন। হয়ে গেল ইনস্টল।


আমরা এখন ভিজুয়াল বেসিক ৬ ইনস্টল করেছি। এখন এটি দিয়ে সফটওয়্যার তৈরি শেখার জন্য আমরা সামনে অগ্রসর হতে পারি। এখন ভিজুয়াল বেসিক ৬ টিউটোরিয়াল এর সূচিতে গিয়ে পরবর্তী টিউটোরিয়ালটি দেখুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা খেলায় প্রতিরক্ষার নিয়ম, এটা জানলে আপনার রেটিং ৫০০ ছাড়াবে নিশ্চিত।