প্রোপার্টিজ উইন্ডোর ব্যবহার

এর আগের টিউটোরিয়ালে আমরা একটা ব্লাঙ্ক সফটওয়্যার তৈরি করেছিলাম। আশা করি এই ব্লাঙ্ক সফটওয়্যার তৈরি করতে আপনার কোন প্রকর সমস্যার সম্মুখীন হতে হবে না। তো একটা ব্লাঙ্ক সফটওয়্যার আগের মত তৈরি করে ফেলুন। বাকিটুকু দেখাই। এখন আপনার প্রোগ্রাম রান করুন। এরকম চিত্র দেখার কথা,
এখানে আমরা এই ফর্ম বা উইন্ডোটার(এখন থেকে ফর্ম বলব) টাইটেল পর্যন্ত আমরা বদলাতে পারিনি। এর টাইটেল ছিল Form1 আর এখনো তাই রয়ে গিয়েছে। আচ্ছা ভেবে দেখেছেন কি, এই টাইটেল কিভাবে বদলানো যায়। যে জিনিস এক্ষেত্রে সাহায্য করবে তা হলো প্রোপার্টিজ উইন্ডো। এর চিত্র নিম্নরূপ,

এখন প্রোপার্টিজ উইন্ডো হতে আমাদের উইন্ডো এর টাইটেল পাল্টাতে হবে। উইন্ডো এর টাইটেলকে ভিজুয়াল বেসিক এর ভাষায় বলা হয় ক্যাপশন(Caption)। আমাদেরকে এই ক্যাপশন পাল্টাতে হবে। এখন এই ক্যাপশনের নাম বদলিয়ে যেকোন কিছু দিন (মানুষ সাধারণত সফটওয়্যারের নাম দিয়ে থাকে)। আমাদের সফটওয়্যার কোন কাজ করছে না। তাহলে এর নাম কি দেয়া যেতে পারে? মাকাল ফল (Makal Fol) খুব ভালো একটা নাম হয়। তাই না? তো Caption প্রোপার্টির মান সেট করে দেও Makal Fol । নিচের ছবির মত,
 সেট করার পর এন্টার কী চাপ দিলেই ক্যপশনের মান Makal Fol হয়ে যাবে। ফর্ম ডিজাইনারের ফর্মের দিকে তাকালেই তা বোঝা যাবে। এবার নিজেই রান করে দেখুন কাজ হয় কিনা? আশা করি কাজ হবে। একটা টিউটোরিয়ালে ফর্ম এর সকল প্রোপার্টির ব্যবহার সম্পর্কে লেখার ইচ্ছা রইল। (তবে উল্লেখ্য যে ফর্মে অন্য কন্ট্রল যেমন বাটন, টেক্সট বক্স ইত্যাদি থাকলে অবশ্যই ফর্ম সিলেক্ট করে তারপর প্রোপার্টি পরিবর্তন করতে হবে)।

লেভেল আপ ! !! !!!
ক্লাস ওয়ান পাশ। না পাশ বললে কম হয়। ডায়মন্ড এ প্লাস(চেক করে দেখুন খাটি হীরা কিনা)

এখন সূচিতে গিয়ে পরের টিউটোরিয়াল কমপ্লিট করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা খেলায় প্রতিরক্ষার নিয়ম, এটা জানলে আপনার রেটিং ৫০০ ছাড়াবে নিশ্চিত।