স্লো কম্পিউটার দ্রুত করে ফেলুন নিমিষেই

আস্সালামুআলাইকুম, কেমন আছেন সবাই ? সবাইকে ঈদ-উল-আযহা এর সুভেচ্ছা। ঈদ মোবারক।😊 কাজের কথায় আসা যাক, আপনার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কনফিগারেশন এর তুলনায় খুব খারাপ পারফরমেন্স পাচ্ছেন এবং এর কারণ কিছুতেই আপনার মাথায় ঢুকছেনা তাই না !!! অথবা অনেকের বাসায় আগের পিসি পড়ে আছে অফিসিয়াল কাজ বা টুকিটাকি ব্রাউজার ও করতে পারছেন না বলে High Level এর পিসি কিনবেন তাহলে একটু পুরো পোষ্ট পরুন ধর্য্য ধরে। আপনি ভাবছেন কি ব্যাপার! আমার Core I3 , I5,I7 3gen.6gen..8 gen..তবুও এত্তো এত্তো স্লো কেনো তাইনা?? খোজ নিয়ে দেখলেন আপনার বন্ধুর মান্দাতার আমলের Dual core তবুও তার কম্পিউটার আপনার টা থেকে অনেক তাড়াতাড়ি লোড হয়, খুব তাড়াতাড়ি কম্পিউটার চালু হয়, সব কিছুই দ্রুত আপনার থেকে যা কাল্পনিক এর মতো লাগে। আসলে আমরা অনেকেই কিছু টাকা বাচাতে যায়ে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বাদ দিয়ে থাকি বা না জানার কারণে বাদ দিয়ে থাকি , এর পিছনে মূল রহস্য হচ্ছে আপনার Hard Disk Drive. আপনি যতোই কনফিগারের পিসি বা ল্যাপটপ কিনেন না কেনো সাথে যদি HDD (Hard Disk Drive) লাগান তাহলে কচ্ছপ এর মতোই চলবে। তাহলে কিভাবে দ্রুত করবেন...