উইজেট ও ইভেন্ট - স্কেচওয়্যার

এই টিউটোরিয়ালে আমরা শিখব উইজেট কী এবং ইভেন্ট কী। 

উইজেট
আমরা বিভিন্ন ধরণের অ্যাপস চালিয়ে থাকি। এ'সব অ্যাপে বিভিন্ন বাটন, লেখা, ছবি, এডিট টেক্সট ইত্যাদি থাকে। এগুলোই হলো উইজেট।

ইভেন্ট
কোন ঘটনা ঘটলেই তাকে ইভেন্ট বলে। যেমন অ্যাপ চালু হলো, এটা একটা ঘটনা বা ইভেন্ট। আপনি কোন একটা উইজেটে টাচ করলেন এটাও একটা ঘটনা বা ইভেন্ট। এরম আরও অসংখ্য ইভেন্ট রয়েছে। 

তো হাতে কলমে শেখা যাক। প্রথমে একটা প্রোজেক্ট তৈরি করুন। আমি অ্যাপ এর নাম EventTutorial দিয়েছি। আপনি আপনার ইচ্ছামত যেকোনো নাম দিতে পারেন।



এখানে স্ক্রিন এ আমাদের একটা উইজেট তৈরি করতে হবে। নকশা করার সময় যেমন রঙের প্যালেট থাকে। আমাদেরও তেমন একটা উইজেট এর প্যালেট রয়েছে। সেটি নিচের ছবিতে দেখানো হলো।



যেহেতু আমরা লেখা দেখাব তাই আমরা TextView উইজেটটা ব্যবহার করব। উইজেট এর প্যালেট হতে TextView উইজেটটা চাপ দিয়ে টেনে ধরে স্ক্রিন এর উপর এনে ছেড়ে দিন। তারপর নিচের মত দেখা যাবে।

এখানে উইজেট এর উপর TextView1 লেখা। কিন্তু আমরা এই লেখাটি দেখতে চাই না। তাই এখন Basic অপশন থেকে Text অপশন চেঞ্জ করুন (নিচের চিত্র)

এখন টেক্সট এর মান কী দেয়া যায়? যেকোনো কিছুই দেয়া যেতে পারে। এক্ষেত্রে আমি এটি দিয়েছি Using Events। 


 এবার Save এ চাপ দিন। তারপর TextView1 এর লেখা পরিবর্তিত হয়ে Using Events দেখা যাবে। (নিচের ছবি)

    এখন একটু অ্যাপটা চালিয়ে দেখা যাক। ইনস্টল করে চালান। চালানোর পর আপনি যেমনটা ভেবেছিলেন তেমনই (নিচের মত) দেখা যাবে। 


চালানো শেষ হলে এবার ইভেন্টের দিকে মন দেয়া যায়। আমরা চাই আমাদের TextView1 এ টাচ(অ্যান্ড্রয়েডের ভাষায় ক্লিক) করলে স্ক্রিনে টোস্ট মেসেজ দেখায়। তাই নিচের ছবির মত onClick ইভেন্ট সিলেক্ট করুন।

তারপর নিচের মত দেখা যাবে। 

এখন নিচের ছবিতে দেখানো অংশে যা লাগানো হবে তাই চলবে।


  এবার কম্পনেন্ট অপশন থেকে Toast সিলেক্ট করে তা টেনে নিচের ইভেন্টের সাথে লাগান। (নিচের ২টি ছবি)  


  টোস্ট লাগানোর পর 


এখানে টোস্টের মেসেজ You touched on the text আমি লিখে দিয়েছি। কিভাবে করেছি তা নিশ্চয় আর বলতেে হবে না।
এবার অ্যাপ চালু করুন। আগের মতই (নিচের ছবি)


   এবার লেখার উপর টাচ করুন। তারপর টোস্ট মেসেজ দেখা যাচ্ছে। (নিচের ছবি)


শেষ হল। সূচিতে গিয়ে পরবর্তী অংশ শেষ করুন।           

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা খেলায় প্রতিরক্ষার নিয়ম, এটা জানলে আপনার রেটিং ৫০০ ছাড়াবে নিশ্চিত।