প্রথম অ্যাপ তৈরি করা

সবার আগে আমাদের স্কেচওয়্যার ডাউনলোড করতে হবে। এই লিংক থেকে তা ইনস্টল করা যাবে। নিচে স্ক্রিনশট


 মনে হয় আমাকে আর বলে দিতে হবে না কিভাবে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। যাই হোক, ইনস্টল করার পর ওপেন করুন। অ্যাপটি ইনস্টল করার পর নিচের মত দেখা যাবে। 

এরপর START এ চাপ দিন। নিচের মত দেখা যাবে।

এবার আমাদের নতুন অ্যাপ তৈরি করার জন্য নতুন প্রোজেক্ট তৈরি করতে হবে। এজন্য Create a new project এ চাপ দিন। (পারমিশন চেলে Allow করে দিন)। এখন একটা নাম দেয়া লাগবে। ধরা যাক অ্যাপ এর নাম Hasib। (আপনি চাইলে যেকোন নাম দিতে পারেন)। নাম দিয়ে CREATE APP চাপুন।

 চাপার পরে নিচের মত দেখা যাবে। এখানে ডানপাশের স্ক্রিন হলো অ্যাপ বানানোর পরে কীরম দেখা যাবে। এখানে আমরা ডিজাইন ও করতে পারব।

আমাদের অ্যাপটি এখন ফাঁঁকা। আমরা এই টিউটোরিয়াল এ জটিলতা তৈরি করব না। তাই আমরা এই ফাঁঁকা অ্যাপ ই চালাব। তাই রান (Run) এ চাপুন।


এবার অ্যাপ ইনস্টল করে ফেলুন।

তারপর ওপেন করে ফেলুন।


 
এটা যদিও একটা ফাঁকা অ্যাপ, তবুও এটি হয়তো আপনার তৈরি করা প্রথম অ্যাপ। এবার সূচিতে গিয়ে পরবর্তী টিউটোরিয়াল কমপ্লিট করুন।              
  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা খেলায় প্রতিরক্ষার নিয়ম, এটা জানলে আপনার রেটিং ৫০০ ছাড়াবে নিশ্চিত।