ওয়েব অ্যাসেমব্লি (WebAssembly) টিউটোরিয়াল সিরিজ

ওয়েব অ্যাসেমব্লি কী?

আমরা সাধারণত ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS, JavaScript ব্যবহার করে থাকি। কিন্তু WebAssembly ওয়েবসাইট তৈরি করার জন্য নতুন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর সাহায্যে আমরা সি, সি++ এবং রাস্টের মত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কম্পাইল করে তার বাইনারি আমরা ওয়েবে চালাতে পারব। দারুন না?

আশা করি এই টিউটোরিয়াল সিরিজ শুরু করার আগে আপনার জাভাস্ক্রিপ্ট ও সি প্রোগ্রামিং সম্পর্কে হালকা-পাতলা ধারণা আছে। তো চলুন শুরু করা যাক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উইন্ডোজ সফটওয়্যার তৈরি(ভিজুয়াল বেসিক ৬)

ঘূর্ণন

দাবা খেলায় প্রতিরক্ষার নিয়ম, এটা জানলে আপনার রেটিং ৫০০ ছাড়াবে নিশ্চিত।