উইজেট ও ইভেন্ট - স্কেচওয়্যার

এই টিউটোরিয়ালে আমরা শিখব উইজেট কী এবং ইভেন্ট কী। উইজেট আমরা বিভিন্ন ধরণের অ্যাপস চালিয়ে থাকি। এ'সব অ্যাপে বিভিন্ন বাটন, লেখা, ছবি, এডিট টেক্সট ইত্যাদি থাকে। এগুলোই হলো উইজেট। ইভেন্ট কোন ঘটনা ঘটলেই তাকে ইভেন্ট বলে। যেমন অ্যাপ চালু হলো, এটা একটা ঘটনা বা ইভেন্ট। আপনি কোন একটা উইজেটে টাচ করলেন এটাও একটা ঘটনা বা ইভেন্ট। এরম আরও অসংখ্য ইভেন্ট রয়েছে। তো হাতে কলমে শেখা যাক। প্রথমে একটা প্রোজেক্ট তৈরি করুন। আমি অ্যাপ এর নাম EventTutorial দিয়েছি। আপনি আপনার ইচ্ছামত যেকোনো নাম দিতে পারেন। এখানে স্ক্রিন এ আমাদের একটা উইজেট তৈরি করতে হবে। নকশা করার সময় যেমন রঙের প্যালেট থাকে। আমাদেরও তেমন একটা উইজেট এর প্যালেট রয়েছে। সেটি নিচের ছবিতে দেখানো হলো। যেহেতু আমরা লেখা দেখাব তাই আমরা TextView উইজেটটা ব্যবহার করব। উইজেট এর প্যালেট হতে TextView উইজেটটা চাপ দিয়ে টেনে ধরে স্ক্রিন এর উপর এনে ছেড়ে দিন। তারপর নিচের মত দেখা যাবে। এখানে উইজেট এর উপর TextView1 লেখা। কিন্তু আমরা এই লেখাটি দেখতে চাই না। তাই এখন Basic অপশন থেকে Text অপশন চেঞ্জ করুন (নিচের চিত্র) এখন টেক্সট এর মান কী দেয়া যায়? যেকোনো...