ক্যালকুলাস - অন্তরীকরণের সাথে পরিচয় এবং ডেরাইভেটিভ (Introduction to Differentiation and Derivative in Bangla)
আশা করি আগের টিউটোরিয়ালগুলো আপনারা কমপ্লিট করে এসেছেন। না করলে ক্যালকুলাসের সম্পূর্ণ টিউটোরিয়ালের সূচি সাইডবারের লিংকে দেয়া রয়েছে। এই টিউটোরিয়ালে আমরা পরিবর্তন এবং পরিবর্তনের হার সম্বন্ধে জানব। সেই সাথে অন্তরীকরণ এবং ডেরাইভেটিভ বা অন্তরীকরণ সহগের সঙ্গে পরিচিত হব। প্রথমেই একটা বিষয় পরিষ্কার হয়ে নেয়া যাক। আমরা এখানে চলক বুঝাতে x, y, z ইত্যাদি প্রতীক এবং ধ্রুবক বুঝাতে a, b, c ইত্যাদি প্রতীকগুলো ব্যবহার করব। এখন একটা চলক যদি হয় x এবং আরেকটা চলক যদি হয় y এবং y এর মান x এর মানের উপর নির্ভরশীল। এমন অনেক নির্ভরশীলতা হতে পারে। যেমন এখানে x হতে পারে কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য আর y ঐ বর্গের ক্ষেত্রফল। এখন আমি ধরি x এর মান অতি ক্ষুদ্র পরিমাণে বাড়িয়ে করলাম x+dx। তাহলে নিশ্চয়ই y এর মানো অতি ক্ষুদ্র পরিমাণ বেড়ে (কমতেও পারে অথবা সমানও থাকতে পারে, সেক্ষেত্রে dy এর মান নেগেটিভ বা জিরো) গিয়ে হবে y+dy। এখন এই বর্গক্ষেত্রের কথাই চিন্তা করি। আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)*(বাহুর দৈর্ঘ্য) সুতরাং, y=x2 ------------(1) এব...